সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা:ঢাকার চক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে হতাহতের খবর আসার পর থেকেই অনেকের বাড়িতেই স্বজনদের আহাজারি করতে দেখা যায়। কেউ কেউ স্বজনদের কোনো সন্ধানই পাচ্ছেন না, তারা বেঁচে আছেন কি মরে গেছেন তাও জানেন না।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী নিহতরা হলেন ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়িতে একই পরিবারের দুই সহোদর মাসুদ রানা ও রাজু, বটতলির সাহাদাত হোসেন হিরা, মির্জা নগরের আনোয়ার হোসেন মঞ্জু, নাছির উদ্দিন এর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের এক চাচা ঢাকা মেডিকেলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তবে তারা সকলে ঢাকায় অবস্থান করেন। গ্রামের বাড়িতে রয়েছে নিহতের এক চাচা। তারা জানান আজ বিকেলেই নিহতদের মরদেহ আনা হবে।
একই ইউনিয়নের প্রত্যেক বাড়িতে স্বজনরা তাদের মৃত্যু নিশ্চিত জেনে আহাজারি করছেন। এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের সহ¯্রাধিক মানুষ ঢাকার চক বাজার সহ বিভিন্ন স্থানে ব্যবসা করছেন। তাদের দাবী উক্ত ঘটনায় হতাহতের মধ্যে আরো অনেকেই থাকতে পারেন।
নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জানান, রাতে অগ্নিকান্ডের খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিয়নে স্বজনদের জন্য আতংক বিরাজ করে। পরে সকালে নিহতের খবর আসার সাথে পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। এ পর্যন্ত আমরা সাত জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে এ সংখ্যা বাড়ার আশংকা করছেন স্বজনরা। কারণ এখনো অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, চক বাজারে ঘটনায় সোনাইমুড়ির বিভিন্ন স্থানে কয়েক জনের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কারো লাশ এখনো এলাকায় পৌঁছেনি। এ ব্যাপারে তিনি নিশ্চিত কিছু জানাতে পারেননি।
Leave a Reply