সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাটখিলে চেয়ারম্যান পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন এবং মহিলা ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির। বিদ্রোহী প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোঃ আবুল হাছান ভূইয়া কুসুম ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা মোঃ রহিম উদ্দিন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলী তাহের ইভু, শামছুল আলম তফদার, মোঃ মীর হেসেন, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোঃ নুরুল আমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শামীমা আক্তার মেরী, রোজিনা আক্তার রোজি ও পান্না আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
Leave a Reply