সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
চাটখিল সংবাদদাতাঃ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন স্মৃতি বৃত্তি প্রদান উপলক্ষে গতকাল শনিবার দুপুরে খিলপাড়া আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ মিলনায়তনে ওয়াহাব-তৈয়বা ওয়েলফেয়ার ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুম মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ গোফরান, সিনিয়র সাংবাদিক চাটখিল প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল ওয়াহাব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, খিলপাড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মল্লিকা দিঘীরপাড় মাদ্রাসার শিক্ষক মাওলানা আঃ মন্নান, আবদুল ওয়াহাব কলেজের পরিচালনা কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ, কাজী আবু তাহের ও বৃত্তিপ্রাপ্ত একাদশ শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার। উল্লেখ্য ২০০৪ সাল থেকে এ বৃত্তি প্রদান শুরু হয়েছে। ২০১৮ সালে অনুষ্ঠিত মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় চাটখিল, সোনাইমুড়ি ও লক্ষ্মীপুর সদর উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে মেধার ভিত্তিতে ৬০ জনকে বৃত্তি প্রদান করা হয়।
সভা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া বৃত্তি প্রাপ্ত ছাত্রÑছাত্রীদের মাঝে সনদপত্র এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে বৃত্তির অনুদানের চেক তুলে দেন।
Leave a Reply