বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা:– চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এল,জি,এস,পি প্রকল্পের অর্থায়নের গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাউন্ড বক্স ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। এই উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের মাঠে ইউ.পি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম, সহকারী কমিশনার ভূমি শান্তনু কুমার দাস, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা রব্বান উল্যা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মির হোসেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক সালাহ উদ্দিন সুমন ও প্রধান শিক্ষক সাহাব উদ্দিন। সভাশেষে প্রধান অতিথি তন্ময় দাস দু:স্থ মহিলাদের মাঝে ৪৫টি সেলাই মেশিন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি সাউন্ড বক্স এবং ১৫টি বৈদ্যুতিক পাখা বিতরণ করেন।
Leave a Reply