সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: গত রোববার চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোট কেন্দ্র গুলিতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ৬৪টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে জাহাঙ্গীর কবির ৪৭ হাজার ৫ শত ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম বাচ্চু পেয়েছেন ১ হাজার ৫৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা আক্তার রোজি কলস প্রতীকে ৩০ হাজার ১ শত ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামীমা আক্তার মেরী ফুটবল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩ শত ৭১ ভোট। পান্না আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩ শত ১২ ভোট।
এই দিকে রোববার বিকেলে স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চু তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনকালীন সময়ে নির্বাচনের শুরু থেকে আজ নির্বাচন পর্যন্ত তাকে এবং তার সমর্থিত লোকজনকে হয়রানির অভিযোগ করেন। এছাড়া তিনি আরো অভিযোগ করেন কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। তিনি এই নির্বাচন বাতিল করে সুষ্ঠ পরিবেশ তৈরি করে পুনঃ নির্বাচনের দাবি জানান। অপরদিকে জাহাঙ্গীর কবির ২য় বারের মত বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তিনি উপজেলা বাসীকে অভিনন্দন জানান এবং আগামী ৫ বছরে এই উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই দিকে সোনাইমুড়ি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নিজাম উদ্দিন সুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. আয়েশা আক্তার পারুল বিজয়ী হয়েছেন। উল্লেখ্য সোনাইমুড়ি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় খন্দকার রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply