সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিলে যৌতুক লোভী এক স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে স্ত্রী আদালতে মামলা দায়ের করায় স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে স্ত্রী ও তার পরিবারের লোকজন আতংকে দিন কাটাচ্ছেন।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার হীরাপুর গ্রামের প্রবাসী আব্দুুুল মোতালেবের কন্যা মিথিলা ছনম (২০) এর সঙ্গে রমাপুর গ্রামের রফিকুল ইসলাম ওরপে সেলিম মেম্বারের ছেলে সফিকুল ইসলাম শাকিল (২৪) এর বিগত ২০১৮ সালের ২৪ জানুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় কনে পক্ষ ২ ভরি স্বর্ণালংকার ও ১টি স্টিলের আলমিরা সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল যৌতুক হিসেবে দেয়। বিয়ের কিছুদিন পর স্বামী সফিকুল ইসলাম ব্যবসার কথা বলে কনের বাবার নিকট হতে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী মিথিলা কে চাপ সৃষ্টি করতে থাকে। মিথিলা সংসারের সুখের কথা চিন্তা করে বাবার কাছ থেকে স্বামীকে ২ লাখ টাকা এনে দেয়। অল্প কিছুদিনের মধ্যে স্বামী সফিক এই টাকা দিয়ে মদ, গাঁজা ও জুয়া খেলে টাকা তছনছ করে ফেলে। এরপর সে আবারও মিথিলাকে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এই নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি স্বামীÑস্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিথিলা টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী সফিক ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে ঘর থেকে বের করে দেয়। মিথিলা বাবার বাড়ি গিয়ে তার অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে উক্ত ঘটনার বিবরণ দেয়। এই বিষয়ে ২৭ ফেব্রুয়ারি মিথিলাদের বাড়িতে দুই পক্ষের মধ্যে এক শালিশ বৈঠক বসে। বৈঠকে সফিক ৫ লাখ টাকা না দিলে মিথিলাকে তার বাড়িতে আর নিবে না বলে বৈঠক ত্যাগ করে চলে আসে। এরপর গত ৪ এপ্রিল মিথিলা বিজ্ঞ সিনিয়র বিচারক ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালত, নোয়াখালীতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সফিক মিথিলা ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং মামলা তুলে না নিলে মিথিলাকে হত্যা করার হুমকির অভিযোগ রয়েছে। মামলার বাদিনী মিথিলা ছনম জানান, তার স্বামী সফিক মামলা প্রত্যাহার না করলে তার প্রাণনাশ সহ তার পরিবারের ক্ষতি করবে বলে তাকে বিভিন্নভাবে হুমদি দিচ্ছে। এতে তিনি এবং তার পরিবার আতংকে দিন কাটাচ্ছেন।
Leave a Reply