সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: মাদক ব্যবসার বিরোধীতা করায় চাটখিলের শংকরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গত সোমবার দুপুরে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করে এবং তার বসতবাড়ি ভাংচুর করে বিরাট ক্ষতি সাধন করে। এ সময় সন্ত্রাসীরা তার গলায় থাকা সোনার চেইন, নগদ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে সোমবার বিকেলে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মন্দার বাড়ীর রফিকুল হায়দারের ছেলে মনু (৪০) মৃত বিল্লালের ছেলে বাবলু (৩৫) টুকুন আলী মিছাব বাড়ির মৃত নুরার ছেলে বিপুল দীর্ঘদিন থেকে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। তারা তাদের মাদক ব্যবসার কাজে টুকুন আলী মিছাব বাড়ির প্রবাসী অহিদুল ইসলামের ছেলে রবিন (১৫) কে যুক্ত করার জন্য চেষ্টা করলে রবিনের মা আয়েশা বেগম বাধা দিলে মাদক ব্যবসায়ীরা আয়েশা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সোমবার দুপুরে উল্লেখিত মাদক ব্যবসায়ী সহ কয়েকজন সন্ত্রাসী খিলপাড়া বাজারে আসার পথে জোড়া বাদাম গাছের তলায় আয়েশা বেগমের উপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে। এ সময় সন্ত্রাসীরা আয়েশা বেগমের কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা তার গলার সোনার চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে খিলপাড়া ফাড়ি থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে সন্ত্রাসীরা পরে আয়েশার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply