সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়ন সমাজসেবা কার্যালয়ে দীর্ঘ ২৫ বছর থেকে কোন কর্মকান্ড নেই। ফলে এটি পতিত অবস্থায় রয়েছে। সংরক্ষণ ও তত্ত¡াবধানের অভাবে কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামে মাজারের ১০০ গজ পূর্বে রাস্তার দক্ষিণ পাশে সরকারি সম্পত্তির উপর কার্যালয়টি নির্মাণ করা হয়। এতে গর্ভবতী ও মাতৃত্বকালীন মহিলাদের স্বাস্থ্য সেবা প্রদান, সঞ্চয়ী সমিতি গঠন ও ঋণদান সহ বিভিন্ন কার্যক্রম এ অফিস থেকে সরকারিভাবে পরিচালনা করা হতো। সমাজসেবা বিভাগের লোকজন এখান থেকে সরকারি বিভিন্ন কর্মসূচী পরিচালিত করত। কিন্তু ১৯৯৫ সালে সরকার হঠাৎ করে এগুলো বন্ধ করে দেয়। সমাজসেবা কার্যালয়টি বর্তমানে খুবই জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। কার্যালয়ের টিনের ছাল, ভেড়া, আসবাবপত্র সহ সমস্ত কিছু একেবারে নষ্ট হয়ে গেছে। এটি বন্ধ হওয়ার পর কয়েকবছর এখানে স্থানীয় মাতবরগন গ্রাম্য শালিস-দরবার করতেন। এরপর স্থানীয় কয়েকজন মাদকসেবী কয়েকবছর দখলে রেখে এখানে প্রতিনিয়ত মাদকসেবন করত। এরপর মাদক ব্যবসায়ীরা সটকে পড়ার পর এ অফিসটি সম্পূর্ণরুপে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। এতে কার্যালয়ের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে এতে পাশের বাড়ির লোকজন ছাগল পালন করেন, বারান্দায় স্যানিটারীর বিভিন্ন সামগ্রী নির্মাণ করছেন।
প্রবীন আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মশিউর রহমান জানান, সরকারি সেবাধর্মী এমন একটি প্রতিষ্ঠান বন্ধ আছে অথচ স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি এটিকে সংস্কার করে সরকারের যেকোন কল্যাণধর্মী কর্মকান্ড পরিচালনা করার আহ্বান জানান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার জানান, ইউনিয়ন সমাজসেবা কার্যালয়গুলো চালু করার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ব্যাপার। উর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে এগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ আরম্ভ করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন অতি অল্প সময়ের মধ্যে এগুলো চালু করবে সরকার।
Leave a Reply