সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
দৈনিক চাটখিল খবর ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়িতে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাহানাবাদ গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের মেয়ে ও রথি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী পূর্ণিমা আক্তার শিখাকে (১০) নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।
নিহতের মা মনোয়ারা বেগম জানান, ‘সকালে নাস্তা খেয়ে পড়ার টেবিলে বসে হাতের লেখা লিখছিলো শিখা। এর মধ্যে তার বাবার ফোন আসলে সে রিসিভ করে কথা বলে আমাকে কথা বলতে দেয়। আমি মোবাইল নিয়ে কথা বলা অবস্থায় ঘরের বাহিরে যাই। আনুমানিক ৩০ মিনিট পর ঘরে এসে দেখি শয়নকক্ষের রুমে শিখা ফ্যানের সাথে ঝুলে আছে। এরপর তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ’
সোনাইমুড়ীর থানার অফিসার (ওসি) আব্দুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply