সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সানুখালি গ্রামের নিজ বাড়ীর ছাদ থেকে আবদুল গোফরান (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল গোফরান তার পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। দেড় মাস পূর্বে তিনি বাংলাদেশে আসেন এবং তার ঢাকার বনশ্রীর বাড়ীতে বসবাস করেন।
তার গ্রামের বাড়ী উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানুখালি নজির হাজী সাহেবের বাড়ী। তিনি বসবাসের জন্য বাড়ীতে একটি তৃতীয় তলা ভবন নির্মাণ করেন। ভবনটি সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাড়ীটি তত্ত¡াবধানের দায়িত্বে ছিলেন জহির নামে তার এক নিকট আত্মীয়। গত বুধবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ীতে যান। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে মৃত অবস্থায় বাড়ীর ছাদে পাওয়া যায়।
এ সময় লোকজন থানা পুলিশকে খবর দিলে থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এবং ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ভূইয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এ সময় তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার প্রতিবেশী সাবেক ইউপি মেম্বার জানান, তিনি বুধবার কখন বাড়ী এসেছেন তা কেউ যানে না। তার মৃত্যুর পর এলাকার লোকজন বিষয়টি জেনেছেন।
এ ব্যাপারে চাটখিল থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, সিড়ি থেকে পড়ে তার মাথায় আঘাত লাগতে পারে। তদপুরি ময়না তদন্ত রিপোর্টে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিবারের লোকজন যুক্তরাষ্ট্র থেকে ২/১ দিনের মধ্যে দেশে এলে তাকে দাপন করা হবে বলে যানা গেছে।
Leave a Reply