সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী:
নোয়াখালী জেলার চাটখিলের ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের নগরপাড়া বীর মুক্তিযোদ্ধা একরামুল হক চৌধুরী সড়কের বেহাল দশা। এতে করে এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের নগরপাড়া থেকে দুলা মিয়া পাটোয়ারী বাড়ি হইয়া বীর মুক্তিযোদ্ধা একরামুল হক চৌধুরীর বাড়ি পর্যন্ত। এটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক। সড়কটি দিয়ে উত্তর মোহাম্মদপুর সরকারী প্রাঃ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী প্রতিনিয়ত চলাচল করে।
তাছাড়া এই সড়কটি দিয়ে মোহাম্মদপুর কমিউনিটি কিনিক, মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে চলাচলকারী ৫ শতাধিক লোকজন রিকশা, সাইকেল ও পায়ে হেটে এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটির অধিকাংশ স্থানে বড় বড় গর্ত পড়ে আছে। অনেকস্থানে রাস্তার দুই পাশ জমির সাথে মিশে গেছে। এতে করে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীসহ জনসাধারণ।
মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা চাটখিল কাব লিমিটেড এর প্রেসিডেন্ট এ.এম মাসুদ পাটোয়ারী জানান, সড়কটি সংস্কার অথবা পাকা করনের জন্য ১ বছর পূর্বে স্থানীয় সংসদ সদস্য এর নিকট আবেদন করেন।
স্থানীয় সংসদ সদস্য এইচ.এম.ইব্রাহীম জানান, তিনি সড়কটি সংস্কার এর জন্য এলজিইডিকে চিঠি দিয়েছেন। এলজিইডি এই ব্যাপারে ব্যবস্থা নিবেন।
Leave a Reply