সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নেয়াখালী):
চাটখিল থানা পুলিশ গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৬১ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া পুলিশ দুই জুয়াড়িকে জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছে উপজেলার সিংবাহুড়া গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে কাইয়ুম (৩৫) ও মোহাম্মদপুর গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ মোবারক প্রকাশ (২৭)।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হচ্ছে দৌলতপুর গ্রামের আহম্মদ উল্যার ছেলে আনোয়ার (৪২) ও হুমায়ুন কবিরের ছেলে তাসিম (৪৮)।
চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এই ব্যাপারে থানায় দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply