সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শাহ আলমের বসত বাড়ী শংকরপুর গ্রামে গত সোমবার রাতে মাদক ব্যবসায়ী ও সেবনকারী আনোয়ার হোসেন জুমু (২৫) ও তার সহযোগীরা অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন শংকরপুর গ্রামের বারাইয়ার বাড়ীর আবুল কালামের ছেলে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও তার ১০/১২জন সহযোগী এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা, সেবন ও সন্ত্রাসী কর্মকান্ড করে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। পুলিশ মাঝেমধ্যে এদের গ্রেফতারের জন্য হানা দেয়। এতে করে এরা গ্রাম পুলিশ শাহ আলমের উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
গত সোমবার রাতে আনোয়ার হোসেন জুমু গ্রাম পুলিশ শাহ আলমের বসত ঘরের সাথে সংযুক্ত পাক ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় ঘরের এবং বাড়ির লোকজন টের পেয়ে আগুন নিভিয়ে পেলে এবং আনোয়ার হোসেনকে দৌড়াতে থাকে, আনোয়ার হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও তার পায়ের স্যান্ডেলটি ঘটনাস্থলে থেকে যায়। শাহ আলম জানান, তিনি ইউপি সচিব এবং খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানিয়েছেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply