সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
বলিউড তারকা সোনাক্ষি সিনহার যাত্রাটা হয় সালমান খানের হাত ধরে। ‘দাবাং’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে এই তারকার। সর্বশেষ তাকে দেখা গিয়েছিলো ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে। সম্প্রতি ‘হ্যাপি ভাগ যায়েগি’ ছবির দ্বিতীয় কিস্তিতে কাজ করছেন এ তারকা।
আর এ ছবির শুটিং স্পটেই গেলো এক আজব কান্ড! ছবির পরিচালক আজিজ মুদাসসের ছবিটির একটি গানের শুটিংয়ের জন্য পুরো ইউনিট নিয়ে ভারতের অমৃতসারে যান। সেখানে হাজির হয়ে যান সোনাক্ষি ভক্ত অনুরাগীরা। পছন্দের তারকাকে এক পলক দেখতে শুটিং স্পটে ভীড় জমান তারা।
এরইমধ্যে এক ভক্ত ভিড় ঠেলে সোনাক্ষির কাছে গিয়ে সেলফি তুলতে চাইলে পরিচালক মুদাসসের বাধা দেন। আর তখনই পরিচালককে আঘাত করে বসেন ওই ভক্ত! এমন ঘটনায় হতভম্ব হয়ে যায় পুরো ইউনিট। পরবর্তীতে অবশ্য দেহরক্ষী ও স্থানীয় পুলিশের হস্তক্ষেপে সেই ভিড় সামাল দেওয়া হয়।
Leave a Reply