সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের আকবর খলিফা বাড়ির প্রবাসী পেয়ার হোসেন এর স্ত্রী মরিয়ম আক্তার মণি (৩০) কে কুপিয়ে হত্যা করেছে তার ভাসুর শাহজাহান সাজু (৫০)। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহতের ভাই মোঃ হানিফ বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী পেয়ার হোসেনের ৪ বছর বয়সী ছেলে গতকাল সোমবার সকালে ঘরের ভিতর খেলাধুলা করছিল। তার খেলাধুলার কারণে একই ঘরে থাকা ভাসুর সাজুর ঘুম ভেঙ্গে যায়। এতে সাজু ক্ষিপ্ত হয়ে গালমন্দ শুরু করে। এ নিয়ে মণির সঙ্গে সাজুর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বিকেলে সাজু এবং তার স্ত্রী অতর্কিতভাবে মণির উপর হামলা করে মণিকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত মণিকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে সে মারা যায়। এ ঘটনার পর থেকে শাহজাহান সাজু ও তার স্ত্রী পলাতক রয়েছে।
এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছেন।
Leave a Reply