সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের ওমর আলী কয়েলের বাড়িতে গতকাল বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
বাড়ির লোকজন জানান, রাত আনুমানিক ২টার সময় বাড়ির একটি তালাবদ্ধ ঘরে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে করে বাড়ির ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং আরও ২টি ঘর আংশিক পুড়ে যায়। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়।
বাড়ির লোকজন আরও জানান, ঘটনাটি প্রশাসনের লোকজনকে জানানো হলেও এখনো কেউ ক্ষতিগ্রস্থ বাড়িতে পরিদর্শনে আসেননি।
Leave a Reply