সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে চাটখিলে বিএনপি’র ২ গ্রুপ পৃথক পৃথকভাবে ২টি আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহজাহান রানার সভাপতিত্বে উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবু হানিফ। বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আরেফিন শামিম, ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টু, ইসমাইল হোসেন বাহার প্রমূখ। বিএনপি নেতারা তাদের আলোচনা সভার শুরুতে বিএনপি কার্যালয়ের সামনে এসে নেতাকর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপর দিকে বিএনপি নেতা গোলাম মোস্তফা সেলিম এর সভাপতিত্বে চাটখিল অডিটরিয়ামে বিএনপি’র অন্য গ্রুপ এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আহসানুল হক মাসুদ, লেয়াকত হোসেন মামুন, যুবদল নেতা বেলায়েত হোসেন শামিম, ওমর ফারুক, ছাত্রদল নেতা মাসুদ আলম, রিগান ভূইয়া প্রমূখ।
Leave a Reply