সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ পুনর্গঠিত কমিটির পরিচিতি সভা সোমবার সকালে চাটখিল উপজেলা সভা কক্ষে কমিটির সভাপতি কামালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, চাটখিল প্রেসকাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া, জয়াগ কলেজের সহকারী অধ্যাপক মো. মফিজ উল্যাহ, উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী প্রমূখ।
সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ও ইউনিয়নে গণসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী নেওয়ার পরামর্শ দেন।
সভা পরিচালনা করেন পুনর্গঠিত কমিটির সাধারণ সম্পাদক চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ।
Leave a Reply