শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে জমি দাতাগণের ওয়ারিশগণ বাধা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে ৫ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রেজ্জাকপুর স্কুলের প্রাক্তন শিক্ষক আবদুর সাত্তার মাষ্টার, স্কুল কমিটির সভাপতি জাকির হোসেন সোহেল, বদলকোট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম, স্কুলের সহকারী শিক্ষিকা সালমা বেগম, উপজেলা ছাত্রলীগ নেতা জসিম মাহমুদ, স্থানীয় মসজিদের ইমাম মনির হোসেন পাটোয়ারী ও স্কুল কমিটির সহ-সভাপতি ওমর ফারুক।
মানববন্ধনে বক্তারা বলেন জমি দাতাগণের ওয়ারিশরা নতুন ভবন নির্মাণ কাজে বাধা দিয়ে স্কুলের মাঠের মধ্য দিয়ে তাদের বাড়ির রাস্তা নেওয়ার ষড়যন্ত্র করছে। স্কুলের পাশ দিয়ে তাদের বাড়ির রাস্তা সরকারি খরচে নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান। এর পরও তারা স্কুল ভবন নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে। এই ব্যাপারে এলাকাবাসী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
Leave a Reply