সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ
অবৈধ সরকারের পদত্যাগ, অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে গঠনতান্ত্রিক রূপান্তরের ১ দফা দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা জেএসডি বুধবার বিকেলে পদযাত্রা কর্মসূচি পালন করে। পদযাত্রা কর্মসূচি নোয়াখালী প্রেসক্লাব থেকে শুরু হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে নোয়াখালী – কুমিল্লা মহাসড়ক অতিক্রম করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পদযাত্রা কর্মসূচিতে নোয়াখালী জেলা জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, আমির হোসেন বিএসসি, মো: ইকবাল হোসেন, শহিদুল ইসলাম খোকন, আমিন উল্যাহ বাহার, হেলাল উদ্দিন ও আলা উদ্দিন চেয়ারম্যান সহ জেলার সকল নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা নোয়াখালী জেলার সকল উপজেলার নেতৃবৃন্দকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুত থাকার আহ্বান জানান।
এদিকে পদযাত্রা শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাটখিল উপজেলা জেএসডি সভাপতি সিনিয়র সাংবাদিক মো : হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: শহিদ উল্যাহ সহ চাটখিল উপজেলা শাখা জেএসডি নেতৃবৃন্দ স্বাধীনতার রূপকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ( দাদা ভাই) কবর জিয়ারত করেন।
Leave a Reply