সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
চাটখিলে নৌকার পক্ষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর গণসংযোগ লিফলেট বিতরণ
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল পৌর শহরে আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে গনসংযোগ করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বুধবার (২৬ জুলাই) বিকেলে চাটখিল পৌর বাজারে এই গণসংযোগ করা হয়। গণসংযোগ শেষে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ পৌর আওয়ামী লীগ সভাপতি শাহজান খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন – চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, চাটখিল উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, সাবেক কমিশনার আবুল কালাম প্রমূখ।
সমাবেশে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে উপস্থিত হয়।
সমাবেশে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এসময় তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় চাটখিলেও আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। এসব উন্নয়ন তিনি প্রধানমন্ত্রীর সাথে থাকায় চাটখিল বাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এনে বাস্তবায়ন করেছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনার সরকারের প্রয়োজন রয়েছে।
Leave a Reply