সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
নোয়াখালী সদরে শোক র্যালিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৬
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় শোক র্যালিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকায় বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত ২০ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহত সবাই জেলা শহর মাইজদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীর শোক র্যালি ও আলোচনা সভায় যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে নেতাকর্মীদের আনতে যাচ্ছিল। যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply