রবিবার, ২৭ Jul ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে পাসপোর্ট কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে র্যাব। এসময় ৬০টি পাসপোর্টসহ ১৭ দালালকে আটক করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) সকাল থেকে সদরের মাইজদী ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মো. মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক (৩৩), আনোয়ার (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাউদ্দিন (৩৮), আবদুর রহিম রাসেল (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাসির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১)।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকদের থেকে ৬০টি পাসপোর্ট ও বিপুল পরিমাণ নথিপত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply