শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য তাজুল ইসলাম সহ ৩ নেতা ঢাকায় গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত অপর দুইজন হচ্ছেন বিএনপি’র সহযোগী সংগঠন শ্রমিক দলের পৌরসভা আহ্বায়ক দুলাল হোসেন ও যুগ্ম- আহ্বায়ক মো: মহসিন।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে চাটখিল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাজুল ইসলামকে ঢাকার কদমতলী থানা পুলিশ ও দুলাল এবং মহসিন কে পল্টন থানা পুলিশ গ্রেফতার করেছে। বিএনপি’র পূর্বঘোষিত আগামীকাল শনিবারের শান্তিপূর্ন সমাবেশে যোগদানের জন্য তারা ঢাকায় গেলে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাদেরকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবু দলীয় নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ দেশ ও জনগণের সেবক না হয়ে আওয়ামীলীগের সেবক হয়ে গেছে। পুলিশের উচিত জনগণের ভাষা বুঝা এবং রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশের বাঁধামুক্ত সুযোগ দেওয়া। তিনি গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply