বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
‘অপারেশন ক্লিন লীগ’ ঘোষণার দাবি গণঅধিকার পরিষদ নেতা
হাতিয়া প্রতিনিধিঃ
‘অপারেশন ক্লিন লীগ’-এর মাধ্যমে সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের। শনিবার (১২ অক্টোবর) বিকালে নোয়াখালীর হাতিয়ায় ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী দেশ গঠনে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শত শত নিরপরাধ ছাত্র-জনতা হত্যা করার পরও এখন পর্যন্ত সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। প্রশাসন তাদের গ্রেফতার না করে থানায় বসে বসে কী করছে? আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করার পেছনে কোনও উপদেষ্টার হাত আছে কি না, তা-ও খতিয়ে দেখা উচিত।’
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে উল্লেখ করে করে আব্দুজ জাহের বলেন, ‘দেশ সংস্কার করার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে জনরোষও নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাদের (অন্তর্বর্তী সরকার) মেরুদণ্ড আরেকটু শক্ত করুন। এত কোমল মেরুদণ্ড দিয়ে এ দেশের সংস্কার তো দূরের কথা, ফ্যাসিবাদের উচ্ছেদও সম্ভব না।’
আলোচনা সভার শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তামজিদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলার সদস্যসচিব মামুন, যুগ্ম আহ্বায়ক আযহার উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাহারাজ,হাতিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নেয়ামত উল্লাহ নীরব, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, নোয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন প্রমুখ।
Leave a Reply