সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
ক্ষমতায় এসেই দেশের সরকারি সংবাদমাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিও পাকিস্তানকে পুরোপুরি সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খানের সরকার। পাকিস্তানের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরি এক টুইট বার্তায় জানিয়েছেন, তার মন্ত্রণালয় আগামী তিন মাসে এ বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে।
নওয়াজ শরিফের সরকারও এমন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান টিভির উপরে রাজনৈতিক সেন্সরশিপ বন্ধ করতে চান ইমরান খান।
পি টিভি ও রেডিও পাকিস্তানকে সম্পাদকীয় স্বাধীনতা দিতে আগামী তিন মাসের মধ্যেই তার মন্ত্রণালয়ের পদক্ষেপ নিতে চলেছে। ইতোমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, এই প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর ‘সরকারের ব্যক্তিগত সম্পত্তি’ হিসেবে দেখা হবে না। পাকিস্তানের ইতিবাচক ছবি তুলে ধরবে তারা।
Leave a Reply