সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট মাদক ও অস্ত্র ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের করিম মেম্বার চাটখিলে ব্যবসায়িকে অপহরন-চাঁদা দাবি -থানায় মামলা চাটখিলের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমসহ আওয়ামীলীগের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা অপারেশন ক্লিন লীগ’ ঘোষণার দাবি গণঅধিকার পরিষদ নেতার বন্যা দুর্গতদের মাঝে এন আর বি ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ চাটখিলে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্র লীগের হামলার অভিযোগ টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ায় পুলিশের এস আই ক্লোজড সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরি নিয়ে দ্বন্দ্ব, যুবককে গুলি করে হত্যা
গরম ভোগাবে আরও ২ দিন

গরম ভোগাবে আরও ২ দিন

থেমে থেমে হালকা বৃষ্টি হলেও শরতের শুরুতে গরম ভোগাচ্ছে রাজধানীসহ দেশবাসীকে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার (২৭ আগস্ট) থেকে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বৃষ্টি বাড়লে গরম কিছুটা কমবে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরে ঢাকায় এক পশলা বৃষ্টি হয়েছে। এরপর বিকেল পর্যন্ত আকাশজুড়ে রোদ-মেঘের খেলা। এর মধ্যেই গরমে কষ্ট পাচ্ছে নগরবাসী।

শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। শনিবার সকাল পর্যন্ত দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ১০৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘শনিবার ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। অন্যান্য স্থানেও একই অবস্থা থাকতে পারে। তবে ২৭ আগস্ট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।’

তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। তাই এ সময়ে বৃষ্টি না হলে বেশ গরম অনুভূত হয়। কিন্তু তাপমাত্রা মাপলে দেখা যায় তার খুব বেশি নয়। তবে এখন তাপমাত্রা স্বাভাবিকই বলা যায়।’

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com