সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
ভারতের র্প্বূাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে ঘূর্ণিঝড় তিতলির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, শক্তিশালী এ ঝড়ের আঘাতে ৩০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ রাজ্যে গত সপ্তাহে তিতলি আঘাত হানে। এ সময় ঝড়টির ঘণ্টায় সর্বোচ্চ গতি ছিল ১৪০ থেকে ১৫০ কিলোমিটার।
ঝড়ের কারণে অনেক গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় এ দু’রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
সূত্র : বাসস
Leave a Reply