সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রিটিশ রাজকীয় দম্পতি হ্যারি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মেগান অস্ট্রেলিয়া সফরে গতকাল বৃহস্পতিবার মেলবোর্ন শহরে যান। দেশটির দ্বিতীয় বৃহত্তম এ শহরে আসার পর হাজার হাজার উৎফুল্ল জনতা তাঁদের স্বাগত জানায়। এদিন ক্যাঙারুর ঝলসানো মাংস দিয়ে আপ্যায়ন করানো হয় তাঁদের।
ফুলের তোড়া ধরে ও পতাকা নেড়ে হ্যারি–মেগান দম্পতিকে উষ্ণ অভিনন্দনে সিক্ত করে মেলবোর্নের বাসিন্দারা। অস্ট্রেলিয়া সফরের তৃতীয় দিন গতকাল সিডনি থেকে তাঁরা মেলবোর্নের উদ্দেশে রওনা দেন। উৎসুক জনতার ভিড় ও যানজটে পথে কিছুটা বিলম্ব হয় তাঁদের। মেলবোর্নে তাঁদের মাত্র কয়েক ঘণ্টা থাকার কথা ছিল। আঁটসাঁটো কর্মসূচির মধ্যেই তাঁরা অস্ট্রেলিয়ার দেশীয় খাবার মেন্যুতে ভোজ অনুষ্ঠানে যোগ দেন। কর্মসূচিতে ছিল সাগরসৈকতে বেড়াতে যাওয়ার কথাও।
হ্যারি–মেগানকে একনজর দেখতে মেলবোর্নের রাস্তায় অধীর অপেক্ষায় থাকা এক কিশোরীর কাছে ছিল হাতে লেখা একটি ব্যানার। তাতে লেখা, ‘ভোর চারটা থেকে এখানে অপেক্ষায় আছি। আট বছর বয়স থেকেই তোমাকে ভালোবাসি।’ অপেক্ষায় পালা শেষে যখন এই রাজদম্পতির দেখা মিলল, তখন কিশোরী হ্যারির দিকে তার হাত বাড়িয়ে দেয়। হ্যারিও ব্যাকুল কিশোরীকে জড়িয়ে ধরেন। হাস্য–কৌতুকের ছলে বলেন, ‘তুমি তো আমাকে কষ্ট দিতে যাচ্ছ।’
এদিকে মেগানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় জনতা। হাতে তুলে দেয় তাঁর অনাগত শিশুসন্তানের জন্য নানা উপহার। তিন দিন আগেই গত সোমবার হ্যারি ও মেগানের তরফে ঘোষণা আসে তাঁরা বাবা–মা হতে চলেছেন।
সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পর হ্যারি–মেগান দম্পতি গভর্নমেন্ট হাউসে এক আনুষ্ঠানিক অভ্যর্থনায় যোগ দেন। সেখানে ভিক্টোরিয়ার গভর্নর লিন্ডা দিসাউয়ের সঙ্গেও কিছুক্ষণ সময় কাটান তাঁরা। এরপর স্থানীয় একটি রেস্তোরাঁয় যান তাঁরা। সেখানে এই দম্পতিকে ভাজা ক্যাঙারু দিয়ে আপ্যায়ন করানো হয়।
সূত্র : প্রথম আলো
Leave a Reply