সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ফরমায়েশি’ রায় বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বেলজিয়াম বিএনপি।
স্থানীয় সময় শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরের সামনে বিএনপির নেতাকর্মীরা এই বিক্ষোভ করে।
এতে সভাপতিত্ব করেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা। পরিচালনা করেন বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
এই বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অথিতি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিষেশ অথিতি ছিলেন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম এ মালেক।
এ সময় বেলজিয়াম বিএনপির সহ সভাপতি হাসান রাকিব প্রধান, সৈয়দ মোহাম্মদ আক্কাছ, গোলাম নবী শ্যমল, আবু বকর, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ন-সম্পাদক আশিক আহাম্মেদ বাপ্পি, যুগ্ন সম্পাদক হারুনুর রসিদ, মাহমুদুল হাসান মমো, বেলজিয়াম যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল বাবু, যুবদল নেতা মাসুম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভে বক্তারা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের ওপর রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজানো প্রহসনমূলক রায় বাতিল করতে হবে।’
বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির নেতৃবৃন্দ শেখ হাসিনার শাসনামলে গুম-খুনসহ নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে প্রতিবাদ জানান।
উল্লেখ, ব্রাসেলসে অনুষ্ঠিত আসেম সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮ দেশ ও এশিয়ার ২১ দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
Leave a Reply