বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিলে যৌতুকের জন্য স্বামীর নির্মম নির্যাতনে স্ত্রী হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে স্বামীর বাড়ি রামগঞ্জের দেবনগর পালের বাড়ীতে। গুরুতর আহত আমেনা আক্তার মিতুর ফুফাতো ভাই চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল জানান, ৪ বছর আগে রামগঞ্জ দেবনগর গ্রামের পালের বাড়ির দেলোয়ার হোসেন বকুলের ছেলে আমির হোসেন (৩৫) এর সাথে আমেনা আক্তার মিতুর বিবাহ হয়। বিবাহের পর থেকে মিতুর স্বামী যৌতুকের জন্যে তার উপর অত্যাচার নির্যাতন করে আসছে।
সর্বশেষ বুধবার ৪ লাখ টাকা যৌতুক দাবী করলে এতিম অসহায় আমেনা আক্তার মিতু কোথায় থেকে দিবে বললে, স্বামী আমির হোসেন, শশুর দেলোয়ার হোসেন বকুল, শাশুড়ি আকলিমা আক্তার মিলে তাকে বেদম প্রহার করে। আমেনার সৌর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমেনা আক্তার মিতু চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের নেয়াত উল্যা মিজি বাড়ির মৃত আমির হোসেন এর মেয়ে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply