সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
সাভারের আশুলিয়ায় পজেটিভ ফ্যাশন ওয়্যার নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে বিক্ষোভ করায় কারখানার শ্রমিকদের পিটিয়েছে পুলিশ। এতে প্রায় ১০ জন শ্রমিক আহত হয়। সোমবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, পজেটিভ ফ্যাশন ওয়্যার কারখানা কর্তৃপক্ষ কয়েকদিন ধরে শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ নিয়ে টালবাহানা করে আসছিল। এরই দাবিতে সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে জিরাবো-বিশমাইল সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওই কারখানার প্রায় দশ শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply