সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলের হাতিয়া নামক স্থানে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। ওই অটো রিকশাকে কোন যানবাহন ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি মোশারফ হোসেন জানান, এলেঙ্গা থেকে গ্যাস ভরে ওই সিএনজি অটোরিকশা বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। পথে হাতিয়া এলাকায় অজ্ঞাত একটি যান এটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সবুর (৪২) নিহত হন। গুরুতর আহত দুই যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে।
হিসাব অনুযায়ী, আজ শুক্রবার ৩ জনসহ ৬২৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ৫১৭ জনে পৌঁছেছে।
Leave a Reply