সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সাংসদ সানজিদা খানমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী জানান, বিচারাধীন মামলাগুলোর মধ্যে দেওয়ানি মামলা ১৩ লাখ ৯০ হাজার ২০৯টি, ফৌজদারি মামলা ১৯ লাখ ১৮ হাজার ৫২৭টি। রিটসহ অন্যান্য মামলার সংখ্যা ৮৬ হাজার ৯১৩টি।
সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৫১২টি। এর মধ্যে আপিল বিভাগে বিচারাধীন মামলা ১৮ হাজার ২৪৬টি এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ৪ লাখ ৮৫ হাজার ২৬৬টি। অধস্তন আদালতে মোট বিচারাধীন মামলা ২৮ লাখ ৯২ হাজার ১৩৭টি।
মামলাজট কমাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগ দেশের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা কমিয়ে বিচারকাজ ত্বরান্বিত করতে বিচারকের সংখ্যা বাড়ানো, এজলাস-সংকট নিরসনে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সরকারের বিশেষ উদ্যোগে বিভিন্ন পর্যায়ের বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারপতি নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। তিনি যতটুকু জানেন, শিগগিরই আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগের জন্য রাষ্ট্রপতি চিন্তাভাবনা করছেন।
শূন্য পদ প্রায় ৩ লাখ সরকারি দলের সাংসদ আ ফ ম বাহাউদ্দীনের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদ ২ লাখ ৯০ হাজার ৩৮৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৪১ হাজার ৮৬৯টি পদ শূন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগে ৩৪ হাজার ৯২৩টি, জননিরাপত্তা বিভাগে ২৮ হাজার ৩৫০টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ১২ হাজার ৮৩৭টি, রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫২৫টি পদ শূন্য।
Leave a Reply