সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাত ১০টায় বি. চৌধুরীর বারিধারার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, রাত ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বি. চৌধুরী-ফখরুলের বৈঠক স্থায়ী হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না।’
অন্যদিকে বিকল্প ধরা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত ৮টা পর্যন্ত আমি অফিসে ছিলাম। সে সময় পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক হয়নি। এ ধরনের বৈঠকের কথা অামি জানি না।’
Leave a Reply