সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইঁদুর মারার বিষপানে এক বিএনপি নেতা মৃত্যুবরণ করেছেন, তবে এটাকে আত্মহত্যা বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার (৯ জুলাই) বিকেলে ইঁদুর মারার বিষপান করেন ওই ব্যক্তি।নিহত ব্যক্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ওই এলাকার মৃত মোস্তফার ছেলে আবদুল ওয়াদুদ সবুজ (৫২)।
জানা গেছে, রোববার বিকেলে পরিবারের সদস্যদের ওপর রাগ করে বিএনপি নেতা সবুজ ইঁদুর মারার বিষপান করে। কিন্তু শুরুতে স্বজনরা বিষয়টি টের পাননি। সবুজ বমি ও পাতলা পায়খানা করলে সোমবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে একই দিন বেলা পৌনে ১১টায় তাকে কোম্পানীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখান থেকে দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই দাবি করেন, সবুজ ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার খাতায় তাকে হাসপাতালে নেওয়ার কারণ হিসেবে ইঁদুর মারার বিষপানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সবুজের মৃত্যু হয়েছে বলে তার ছোটভাই বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, আমার ভাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
কোম্পানীগঞ্জ হাসপাতালের চিকিৎসক ডা. আবু নাছের জানান, সোমবার ইঁদুর মারার বিষপান করা সবুজকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তাৎক্ষণিকভাবে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, সোমবার দুপুরে খবরটি শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply