সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গেলো কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন জনপ্রিয় এই নায়িকা। এবারও ব্যতিক্রম হয়নি। এবার এফডিসিতে তিনটি গরু কোরবানি দিয়েছেন এক্সট্রা শিল্পী ও অস্বচ্ছল কর্মচারীদের জন্য।
সেই সঙ্গে কোরবানির পর নিজে উপস্থিত থেকেই তদারকি করলেন। গতকাল ছিল পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সকাল ১০টার দিকে এফডিসিতে তিনটি গরু কোরবানি দেন এ নায়িকা। এফডিসির তিন নম্বর ফ্লোরের উল্টা পাশে বারান্দায় মাংস কাটাকাটির সময় পরীমনি নিজেই উপস্থিত থেকে তদারকি করছিলেন।
পরীমনি বলেন, অসচ্ছল সহশিল্পীদের জন্যই আমার এই উদ্যোগ। যতদিন সামর্থ থাকবে এফডিসিতে কোরবানি দেয়ার রীতি চালিয়ে যাবো। আমার পরিচয় একজন চলচ্চিত্র শিল্পী। তাই চলচ্চিত্রের সঙ্গে জড়িত অসচ্ছলরাও আমার পরিবার।
তিনি আরও বলেন, ‘আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানির ঈদ আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি।
Leave a Reply