সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
ঈদ আনন্দের আমেজ যেনো এখনো রয়েছে প্রত্যেকের মনে। টিভি অনুষ্ঠানমালায়ও থাকছে নানা আয়োজন এই ঈদকে ঘিরে। আজ শনিবার সন্ধ্যায় এস এ টিভিতে থাকছে রান্নার শো ‘বীফ সাফারি’। ফ্রেশ নিবেদিত এই শো-টি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। আর এই অনুষ্ঠান নতুন পরিচয়ে হাজির হয়েছেন পড়শী। এখানে শিল্পী পড়শী হাজির হয়েছেন রাঁধুনীর রূপে।
মজার বিষয় হলো, রান্নার এ শো-টি উপস্হাপনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তার উপস্হাপনায় এ অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পড়শী। রান্নার এ শোটি ছিলো বীফ আইটেম নিয়ে।
পড়শী বলেন, চমৎকার এক অভিজ্ঞতা। প্রথমবারের মত কোন রান্নার শোতে অতিথি হিসেবে ছিলাম। আমি বীফ ভীষণ পছন্দ করি আর এই শো টাও ছিলো বীফ আইটেম নিয়ে। আমি খুব এনজয় করেছি। অপূর্ব ভাইয়ার উপস্হাপনায় তার অতিথি হতে পেরে আরও বেশি ভালো লেগেছে।
আজ শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে এস এ টিভিতে অনুষ্ঠানটি প্রচার করা হবে।
Leave a Reply