সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
প্রতিদিন অনেকেই নতুন নতুন মোবাইল ফোন কিনছেন। কিন্তু কী দেখে নতুন স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা? কথায় বলে, বাইরের দিকটা দেখে কখনো ভেতরের কিছু বোঝা যায় না। কিন্তু স্মার্টফোন কেনার বেলায় বা পছন্দ করার ক্ষেত্রে মানুষ ‘আগে দর্শনধারী পরে গুণবিচারি’—কথাটিই মেনে চলছেন। সম্প্রতি এক সমীক্ষায় বিষয়টি উঠে এসেছে। এতে দেখা গেছে, কোনো ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে তার সৌন্দর্য সম্পর্কে সবচেয়ে বেশি খোঁজখবর নেন ক্রেতারা।
সমীক্ষায় দেখা গেছে, ফোনের সৌন্দর্যের পর তাঁরা এর কারিগরি বৈশিষ্ট্য ও ফাংশনের খোঁজখবর করেন। কারণ, এ বিষয়গুলো তাঁদের ফোন কিনতে প্রভাবিত করে। এ বিষয়গুলো মনমতো হলেই তবে তাঁরা তা কেনার সিদ্ধান্ত নেন।
স্পেনের সেভিল বিশ্ববিদ্যালয় ও নর্থ চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিষয়টি নিয়ে গবেষণা করেন। তাঁরা ৩৯০ জন ব্রাজিল ও চিলির ক্রেতার মধ্যে স্মার্টফোন কেনার বিষয়টি নিয়ে সমীক্ষা করেন।
এতে অংশ নেওয়া ৭৬ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন। ২১ শতাংশ মানুষ আইওএসচালিত আইফোন ব্যবহার করার কথা বলেন। গবেষকেরা ফোন কেনার ক্ষেত্রে তাঁদের বিবেচনার বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন। তাঁদের কাছে ফোনের সৌন্দর্য, রং, গাঠনিক বৈশিষ্ট্য, নকশা বা ফোনের অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হয়।
গবেষকেরা দেখেন, সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিরা ফোনের সৌন্দর্যের দিক বিবেচনায় ফোনের আকারকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এর বাইরেও ফোনের সৌন্দর্যের অন্যান্য বিষয়ও গুরুত্ব দেন তাঁরা।
গবেষকেরা ফোন কেনার আগে এর নকশা ও সৌন্দর্যের প্রভাব নিয়ে আগের গবেষণার সঙ্গে নতুন গবেষণার তুলনা করেন।
সেভিল বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোনের ছবি ও নকশা যত আকর্ষণীয় হবে, ক্রেতার সঙ্গে আবেগের সম্পর্ক তত জোরালো হবে; অর্থাৎ বিষয়টি তাঁদের ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিষ্কার প্রভাব রাখবে। ফোনটি কোনো প্রতীক বা এর অন্য কোনো মূল্য আছে কি না, এর চেয়ে এটি কতটা সুন্দর—সেটিই আকর্ষণ করে।
গবেষক ফ্রান্সিসকো জাভিয়া রনডান বলেন, ফোনের সামাজিক মূল্য বা রঙের বিষয়টি গ্রাহকের কাছে খুব বেশি প্রভাব ফেলে না। এর চেয়ে এর আকার বেশি গুরুত্বপূর্ণ। এটি মানুষ তার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবে কি না, ফোন কেনার আগে সেটিই বিবেচনা করে দেখে।
অবশ্য এখন অনেকেই আকারে বড় স্মার্টফোনকে বেশি ভালো বলে মনে করেন। এ ধারণা শিগগিরই বদলে যাবে। কারণ, স্মার্টফোন নির্মাতা নকশার দিকে বেশি গুরুত্ব দিয়ে ভাঁজ করা ও নমনীয় স্ক্রিনের ফোনের দিকে ঝুঁকছেন।
Leave a Reply