সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়ন থেকে একটি বিদেশী পিস্তলসহ ফরহাদ (২২) ও নাঈমুল হাসান (২১) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, আমান উল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ফরহাদ ও চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার বেলাল আমিনের ছেলে নাঈমুল হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক গতিবিধি দেখে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে আমেরিকার তৈরী ৭.৫ বোরের একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply