সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
জীবনের অর্ধেকটাই কাটিয়ে দিয়েছেন বার্সেলোনায়। তবু কালকের দিনটি লিওনেল মেসির জন্য ছিল অন্য রকম। কাল আনুষ্ঠানিকভাবে মেসিকে অধিনায়ক হিসেবে দাঁড়াতে হলো ন্যু ক্যাম্পের সামনে। মুখচোরা মেসিকে দিতে হলো ভাষণও।
প্রতিবছর বার্সেলোনা মৌসুম শুরুর আগে একটি প্রীতি ম্যাচ খেলে। ক্লাবের প্রতিষ্ঠাতার নামে আমন্ত্রিত দলের বিপক্ষে বার্সা খেলে হুয়ান গাম্পার ট্রফি। ১০ বছর পর ষষ্ঠবারের মতো আমন্ত্রণ পেয়েছিল বোকা জুনিয়র্স। আর্জেন্টিনার ক্লাবটিকে কাল ৩-০ গোলে হারিয়ে ৪১তমবারের মতো গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। কদিন আগে স্প্যানিশ সুপার কাপে অধিনায়ক হিসেবে অভিষেকে ট্রফি জিতেছেন মেসি। ট্রফি হাতে তুললেন কালও।
সুপার কাপে গোল পাননি। তবে কাল দ্বিতীয় গোলটি মেসির (৩৯ মিনিট)। দারুণ চিপ করে হাওয়ায় ভাসিয়ে বল পাঠিয়েছেন জালে। প্রথম গোলটি ছিল এবারের আলোচিত দলবদল ব্রাজিলিয়ান ম্যালকমের, ১৮ মিনিটে। ৬৭ মিনিটে রাফিনিয়ার গোলটিও ছিল দারুণ। তাতেই সহজ জয়ে টানা দুই ম্যাচে দুই ট্রফি হাতে ওঠে অধিনায়ক মেসির।
বার্সেলোনা অধিনায়ক হিসেবে মেসির শুরুটা দারুণ হলো। বার্সা-সমর্থকেরা অবশ্যই খুশি। তবে মৌসুম বিবেচনায় এসব ট্রফি ছেলে-ভোলানো ছড়ার মতোই। এমনকি বার্সেলোনা গতবার লিগ আর কাপের ডাবল জিতেও যেন তৃপ্ত ছিল না। হবে কী করে। রিয়াল মাদ্রিদ যে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতে নিল। গত পাঁচ বছরে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা প্রতিপক্ষ শিবিরে! হজম করা তো কঠিনই।
মেসি নিজেও অতৃপ্ত। কাল ম্যাচের আগে পুরো স্কোয়াডকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো ম্যাচের আগে। এরপর নিজের অধিনায়কের বিশেষ ভাষণে মেসি বললেন, ‘সবার আগে বলতে চাই, বার্সেলোনার অধিনায়ক হতে পারাটা আমার জন্য অনেক বড় গর্বের। আমি জানি, বার্সার অধিনায়ক হওয়ার মানে কী! এই ক্লাব কী আদর্শ বহন করে।’ পূর্বসুরী তিন অধিনায়ককে কাছ থেকে দেখে শিখেছেন বলেও জানালেন মেসি, ‘পুয়োল, জাভি আর আন্দ্রেসের মতো কিংবদন্তিকে শিক্ষক হিসেবে পেয়েছি। এ বছর আন্দ্রেসের শূন্যতা আমরা অনুভব করব।’
শুধু ইনিয়েস্তাকেই ‘মিস’ করতে চান মেসি, আর কিছু নয়। গতবার লিগে বার্সেলোনা প্রায় অপরাজেয় এক যাত্রাপথে এগিয়েছে। স্প্যানিশ কাপেও দারুণ অপ্রতিরোধ্য ছিল। এমনকি চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে রোমাকে উড়িয়ে দেওয়ার পর ফিরতি লেগে নিজেরাই তছনছ হয়ে গিয়েছিল। মেসিকে এখনো পোড়ায় সেই অতৃপ্তি। ২০১৫ সালে সর্বশেষ জেতা চ্যাম্পিয়নস ট্রফিটা আবারও ক্লাবকে এনে দেওয়ার অঙ্গীকার করলেন মেসি, ‘এই বছর আমরা দারুণভাবে সব গুছিয়ে নিয়েছি। দলে বেশ কজন ভালো খেলোয়াড় আছে, যারা আমাদের আরও ভালো দল হয়ে উঠতে সাহায্য করবে। গত বছর লা লিগা আর কোপা ডেল রে জিতলেও আমরা চ্যাম্পিয়নস লিগে ধাক্কা খেয়েছিলাম। প্রতিশ্রুতি দিচ্ছি, ওই সুন্দর কাপটা ক্যাম্প ন্যুতে আবার ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সবকিছু করব।’
এরপর তুমুল করতালি, আর সেই চেনা সুরে মে-এএ-সি-ইইই, মে-এএ-সি-ইইই কোরাস। সবচেয়ে আদরের সন্তানকে রাজত্ব বুঝে দেওয়ার দিনে ন্যু ক্যাম্প যেন হয়ে উঠেছিল বর্ণিল এক রাজত্ব!
Leave a Reply