সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট পিয়াইন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত আহমেদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর ১টার দিকে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
রিফাত রাজধানী ঢাকার উত্তর শাহজাহানপুর এলাকার আবু সাঈদ আহমেদের ছেলে ও ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের ২য় বর্ষের ছাত্র।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় জানান, নিহত রিফাতসহ মোট পাঁচজন ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নামে। পরে হঠাৎ করেই রিফাত পানিতে ডুবে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর তার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি হিল্লোল আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরিসহ নিহতের স্বজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply