সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
মঙ্গলবার নিজের ৩৫তম জন্মদিন পালন করেছেন শ্রীলংকার কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গা। জন্মদিনে ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকারের কাছ থেকে মজাদার এক শুভেচ্ছা বার্তা পেয়েছেন বাহারি ঝাঁকড়া চুলের পেসার মালিঙ্গা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মালিঙ্গাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শচীন লিখেছেন, ‘যখন লাসিথ মালিঙ্গার বিপক্ষে ব্যাটিং করার সময় আসত তখন আমি সবসময় বলতাম, ‘ওর চুলে নয় বলের দিকে তাকাও’। শুভ জন্মদিন প্রিয় বন্ধু।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) একসাথে মুম্বাই ইন্ডিয়ানসে খেলার সুবাদে মালিঙ্গার সাথে শচীনের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। দুজন একসাথে মজার মজার মুহূর্ত কাটিয়েছেন মুম্বাই শিবিরে। যার প্রেক্ষিতেই জন্মদিনে মালিঙ্গার সাথে মজা করে নিলেন শচীন।
তবে বয়স বাড়ার সাথে সাথে জাতীয় দলে নিজের জায়গাও হারিয়ে ফেলেছেন মালিঙ্গা। ফর্মের পড়তির কারণে বর্তমান লংকান জাতীয় দলে নেই মালিঙ্গা। তিন ফরম্যাটের ক্রিকেটে এখনো পর্যন্ত সবমিলিয়ে ৪৯২টি উইকেট নিয়েছেন তিনি। ৩১ টেস্টে ১০১, ২০৪ ওয়ানডেতে ৩০১ ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৯০ উইকেট রয়েছে মালিঙ্গার নামের পাশে।
Leave a Reply