বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট মাদক ও অস্ত্র ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের করিম মেম্বার চাটখিলে ব্যবসায়িকে অপহরন-চাঁদা দাবি -থানায় মামলা চাটখিলের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমসহ আওয়ামীলীগের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা অপারেশন ক্লিন লীগ’ ঘোষণার দাবি গণঅধিকার পরিষদ নেতার বন্যা দুর্গতদের মাঝে এন আর বি ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ চাটখিলে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্র লীগের হামলার অভিযোগ টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ায় পুলিশের এস আই ক্লোজড সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরি নিয়ে দ্বন্দ্ব, যুবককে গুলি করে হত্যা
গেইলকে সাক্ষী রেখে ৬ বলে ৬ ছক্কা

গেইলকে সাক্ষী রেখে ৬ বলে ৬ ছক্কা

হজরতউল্লাহ জাজাইয়ের নাম এখন নেওয়া হবে স্যার গ্যারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস আর যুবরাজ সিং, মিসবাহ-উল-হক আর রবীন্দ্র জাদেজার সঙ্গে। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে এই ক্রিকেটাররা ওভারে ছয় ছক্কা মেরে ইতিহাসে নিজেদের নাম অমর করে রেখেছেন। প্রথম আফগান হিসেবে হজরতউল্লাহ টি-টোয়েন্টি ক্রিকেটের এক ওভারেই মেরেছেন ছয় ছক্কা। ১২ বলে ফিফটি হাঁকিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান হিসেবে পাশে বসেছেন যুবরাজের।
আফগান প্রিমিয়ার লিগে রোববার এ ইতিহাস তৈরি হয়েছে কাবুল জাওয়ানস ও বালাখ লিজেন্ডস ম্যাচে। কাবুলের হজরতউল্লাহ বালাখের আবদুল্লাহ মাজারির ওভার বেছে নেন দারুণ এই কীর্তি গড়তে। জাজাইয়ের এই কীর্তির সাক্ষী হন খোদ ক্রিস গেইল। গেইল খেলছেন বালাখের হয়ে। কাল তিনিও তুলেছিলেন ঝড়।

যদিও ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি হজরতউল্লাহর কাবুল। টসে জিতে প্রথমে ব্যাটিং করে বালাখ ২০ ওভারে ২৪৪ রান তুলেছিল ওপেনিং ব্যাটসম্যান ক্রিস গেইলের ৪৮ বলে ৮০, দিলশান মুনাবীরার ২৫ বলে ৪৬ আর দারউইশ রাসুলির ২৭ বলে ৫০ রানের ইনিংসের ওপর ভর করে। এ ছাড়া অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে ১৫ বলে ৩৭ রান।

২৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কাবুল ২০ ওভারে ২২৩ রানের বেশি করতে পারেনি। হজরতউল্লাহ ৪ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১৭ বলে করেন ৬২। লুক রনচি ৩৮ বলে করেন ৪৭। পাশাপাশি শহীদউল্লাহ ২০ বলে ৪০ আর রশিদ খান ৭ বলে ১৯ রান করলেও ২১ রানের হার এড়াতে পারেনি তারা।

ক্রিকেট ইতিহাসে ছয় বলে ছয় ছক্কার প্রথম কীর্তিটি ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট গ্যারফিল্ড সোবার্সের। ১৯৬৮ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন ও নটিংহ্যামশায়ারের ম্যাচে গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশের এক ওভারে ছয়টি ছক্কা মেরে ইতিহাস গড়েন। এর পরের ঘটনাটি ১৯৮৪ সালের। ভারতের রবি শাস্ত্রী বোম্বে ও বারোদার মধ্যকার রঞ্জি ট্রফির এক ম্যাচে বারোদার তিলক রাজকে ছয় ছক্কা মারেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ওভারে ছয় ছক্কার প্রথম কীর্তি দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের। ২০০৭ সালে ক্যারিবীয় বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ফর বাঙ্গের ওভারকে দুঃস্বপ্নে পরিণত করেন তিনি। এর মাত্র কয়েক মাস পর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মারেন যুবরাজ।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আবারও ছয় ছক্কার কীর্তি নতুন করে লেখেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। ২০১৫ সালে টি-টোয়েন্টি প্রতিযোগিতা ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের হয়ে ছয় ছক্কা মারেন বয়োড র‍্যাঙ্কিনকে।

২০১৭ সালেই ৪২ বছর বয়সে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ ছয় ছক্কার কীর্তি গড়েন হংকংয়ের একটি টি-টোয়েন্টি লিগে। একই বছর ভারতের সৌরাষ্ট্রের একটি টি-টোয়েন্টি লিগে ছয় ছক্কার রেকর্ড গড়েন রবীন্দ্র জাদেজা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com