সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত চাটখিলে লটারিতে কাজ পাওয়া ঠিকাদার কে উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় নোয়াখালীতে প্রথম অর্জন করেছে চাটখিলের ইয়াছিন চাটখিলে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন চাটখিল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌর মার্কেটের নকশা পরিবর্তন করে গলি বন্ধ করে দোকান নির্মাণ করে মালিকদের ক্ষতিগ্রস্থ করার অভিযোগ চাটখিল ও সোনাইমুড়ী পৌর এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ না থাকায়, যানবাহন চালক ও যাত্রীদের ঝগড়া -বিবাদ লেগেই আছে যুগযুগ ধরে চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট মাদক ও অস্ত্র ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের করিম মেম্বার চাটখিলে ব্যবসায়িকে অপহরন-চাঁদা দাবি -থানায় মামলা চাটখিলের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমসহ আওয়ামীলীগের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ ব্রাভোর

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ ব্রাভোর

তাঁর মধ্যে ভীষণ সম্ভাবনা দেখতে পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ডোয়াইন ব্রাভো সেই প্রতিশ্রুতির দাবি ভালোই মিটিয়েছেন। কিন্তু ৩৫ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ দেখতে পেলেন এ অলরাউন্ডার। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাভো।

২০০৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে উঠেছিল ব্রাভোর। ৪০ টেস্ট খেললেও তাঁর গায়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটারের তকমা লেগেছে বহু আগেই। ১৬৪ ওয়ানডে আর ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যারিবীয় দলের হয়ে। তবে জাতীয় দলের হয়ে ব্রাভোকে শেষ দেখা গেছে দুই বছর আগে। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বশেষ তাঁকে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিই ব্রাভোর টান বেশি। দেশ-বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জাতীয় দলের ডাক উপেক্ষা করতেও বাধেনি ব্রাভোর। এ সব নিয়ে তো ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন বেশ কয়বার।

অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে ব্রাভো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ থেকে আজ আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি। ২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মেরুন রঙের টুপি পাওয়ার পর খেলাটির প্রতি টান আগের মতোই আছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যত দিন সম্ভব খেলে যেতে হবে। তাই এর আগে সবাই যা করেছে সেটাই করতে চাই—পরবর্তী প্রজন্মের জন্য আন্তর্জাতিক ময়দান ছেড়ে দেওয়া।’

জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন ব্রাভো। ২০১০ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্রাভো। আর ওয়ানডে খেলেছেন ৪ বছর আগে। গত অর্ধ যুগের মধ্যে নিজেকে টি-টোয়েন্টির খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই অলরাউন্ডার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com