বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
দলবদলের রেকর্ড গড়ে নেইমার পিএসজি এসেছেন। এখনো দেড় বছর হয়নি, এর মাঝেই আবার তাঁর স্পেনে ফেরা নিয়ে প্রতি সপ্তাহেই নতুন খবর আসছে সংবাদমাধ্যমে। এত দিন রিয়াল মাদ্রিদ তাঁকে কিনছে এ খবরই বেশি শোনা গেলেও ইদানীং সে দৌড়ে আবার বার্সাকেই এগিয়ে রাখছে মিডিয়া। এ নিয়ে পিএসজি বেশ কয়েকবার বিরক্তি প্রকাশ করেছে। আর এ বিষয়েই স্প্যানিশ দুই দৈত্যকে খোচা মেরেছেন মারকিনহোস। নেইমারের পেছনে দৌড়ে দুই দলকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কিনে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। নতুন চ্যালেঞ্জের জন্য ফ্রান্সে পাড়ি জমানো নেইমার এক মৌসুম কাটানোর আগেই ভুল বুঝতে পেরেছেন। কিন্তু এ দলবদলের বাজারে স্পেনে ফিরতে পারেননি। আগামী মৌসুমে আর ভুল করতে চান না, ফিরতে চাচ্ছেন স্পেনে। রিয়াল ও বার্সেলোনা, দুই দলই নাকি নেইমারের জন্য আবার লড়াইয়ে নামবে! এমন খবর শুনে মারকিনহোস দুই দলকেই শুভ কামনা জানিয়েছেন, ‘বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে আমার শুভকামনা। তারা নেইমারকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টায় আমি তাদের সাফল্য কামনা করি।’
দলবদলের বাজারে এখন পিএসজিকে টেক্কা দেওয়া কঠিন। কাতারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই ক্লাব। অর্থবিত্তে কোনো ক্লাবের পক্ষেই সম্ভব নয় একটি রাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়া। এ কারণেই নিজেদের সভাপতির নামটাও দিয়েছেন নেইমারের ক্লাব ও জাতীয় দল সতীর্থ, ‘আমাদের প্রেসিডেন্টকে নিশ্চয় ভুলে যাবেন না। তিনি আমাদের প্রতিটি খেলোয়াড়কে ভালোবাসেন। নেইমারের এই দল ছাড়ার কোনো কারণই আমি দেখছি না। তা ছাড়া নেইমার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কথাও বলেছে। সে দল ছাড়ছে না।’
এ ছাড়া পিএসজি কোচ টমাস টুখেলও নেইমারের দলবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বার্সেলোনাও জানিয়ে দিয়েছে, নেইমারকে নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি এখনো।
Leave a Reply